বকশীগঞ্জে জেলা প্রশাসকের সহায়তা পেল বন্যায় ক্ষতিগ্রস্ত ৭৭ পরিবার

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।ছবি:বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সম্প্রতি বন্যায় নদী ভাঙন, বন্যার পানিতে ডুবে মারা যাওয়া ব্যক্তির পরিবারকে ২৭ জুন দুপুরে আর্থিক সহায়তা ও শুকনো খাবার দেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে সাধুরপাড়া, মেরুরচর ও নিলাখিয়া ইউনিয়নের নদী ভাঙনের শিকার ৭৬টি পরিবারকে নগদ ২ হাজার টাকা করে ও এক মৃত ব্যক্তির পরিবারকে নগদ ১০ হাজার টাকা দেওয়া হয়।

উপজেলা পরিষদের সভাকক্ষে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলার নবাগত জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এসময় বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, পিআইও মো. মজনুর রহমান, নিলাখিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক, বগারচর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান মাসুম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ, উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদসহ উপকারভোগীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।