দেওয়ানগঞ্জে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ

পাররামরামপুর ইউনিয়নে ত্রাণের চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মো. সেলিম মিয়া (জেকে)।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

২৬ জুন সকালে উপজেলার পাররামরামপুর ইউনিয়নে চারশতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে ১০ কেজি হারে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মো. সেলিম মিয়া (জেকে)।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব আনোয়ার ইসলাম, ট্যাগ কর্মকর্তা মো. ফিরুজ মিয়া, ইউপি সদস্য আনাম মিয়া, রাজু আহাম্মেদ, আমেজ আলী, কোহিনুর বেগম, নিপা বেগম, আজেদা বেগম।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, উপজেলা বন্যার্ত মানুষের জন্য ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে ৯০ মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছি। বরাদ্দের চাল উপজেলার ডাংধরা, চরআমখাওয়া, পাররামরামপুর, হাতীভাঙ্গা, বাহাদুরাবাদ, চিকাজানি ও চুকাইবাড়ী এই ৭টি ইউনিয়নে বন্টন করে দেওয়া হয়েছে।