ঢাকায় ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে জামালপুর জেলা ছাত্রলীগের মানববন্ধন

ছাত্রদলের সন্ত্রাসের প্রতিবাদে জামালপুর জেলা ছাত্রলীগের মানববন্ধন।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদে ২৯ মে দুপুরে জামালপুরে মানববন্ধন করেছে জেলা ছাত্রলীগ।

শহরের বকুলতলা মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জি এস এম মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান সুজন, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের সভাপতি শামীম আহমেদ ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তন্ময় প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলায় সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা আহত হলেও এর দায় ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর চাপিয়ে জল ঘোলা করতে চায় বিএনপি।

বিএনপি ছাত্রদলের ক্যাডারদের হাতে অস্ত্র তুলে দিয়ে শিক্ষাঙ্গনে নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টির পায়তারা করছে বলেও অভিযোগ করেন বক্তারা।