দেওয়ানগঞ্জে মাটির ডালা মাথায় নিয়ে কর্মসৃজন প্রকল্পের কাজ উদ্বোধন করলেন চেয়ারম্যান সেলিম

পাররামরামপুর ইউনিয়নে মাটির ডালা মাথায় নিয়ে কর্মসৃজন প্রকল্পের কাজ উদ্বোধন করেন চেয়ারম্যান সেলিম মিয়া (জেকে)।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৮ ইউনিয়নে একযোগে হতদরিদ্রদের জন্য কর্মসৃজন ইজিপিপি প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়েছে।

১৪ মে সকালে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের ৯টি প্রকল্পের কাজের মাটির ডালা মাথায় নিয়ে কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মো. সেলিম মিয়া (জেকে)।

পাররামরামপুর ইউনিয়নে কোদালে মাটি কেটে কর্মসৃজন প্রকল্পের কাজ উদ্বোধন করেন চেয়ারম্যান সেলিম মিয়া (জেকে)।ছবি: বাংলারচিঠিডটকম

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, ২০২২-২০২৩ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলায় ৮টি ইউনিয়নে ৫৬টি গ্রামীণ অবকাঠামো সংস্কারের জন্য ২ হাজার ৮৫৩ জন শ্রমিক নিয়োগ করা হয়েছে। কাজ শেষে শ্রমিকদের মজুরি দেওয়া হবে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ট্যাগ কর্মকর্তা ফিরুজ মিয়া, ইউপি সদস্য তাওহিদ্দুজ্জামান জীবন, আলমাছ হোসেন, আনাম মিয়া, অমর ফারুক, রাজু মিয়া, বাদশা মিয়া, ফারুক মিয়া, আমেজ আলী, সংরক্ষিত সদস্য কোহিনূর বেগম, আজেদা বেগম, নিপা বেগম প্রমুখ।