জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ৩য় পর্যায়ে নির্মিত ঘর প্রধানমন্ত্রী কর্তৃক আগামী ২৬ এপ্রিল উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রবিবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান সাংবাদিকদের জানান, আগামী ২৬ এপ্রিল বেলা ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ন্যায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আসন্ন ঈদ উপলক্ষে ২ শতক করে জমি ও আধা-পাকা ১টি ঘর উপহার হিসেবে আনুষ্ঠানিকভাবে তুলে দেবেন। এর মধ্যে জামালপুর সদর উপজেলার ৭টি ইউনিয়নের মোট ৬৪টি পরিবারের হাতে এ ঘরের কুবলিয়ত দলিল, নামজারি খতিয়ান ও সনদ হস্থান্তর করা হবে।

দেশব্যাপী প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন শেষে স্থানীয়ভাবে জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন সিআইপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনসহ সরকারি কর্মকর্তা ও অন্যান্য জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে উপকারভোগীদের হাতে ঘরের জমির কবুলিয়ত দলিল, নামজারি খতিয়ান ও সনদপত্র ফোল্ডার সহকারে হস্থান্তর করা হবে।

সংবাদ সম্মেলনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী রমজান আলীসহ অন্যান্য কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।