দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও উপজেলা মহিলা অধিদপ্তর আয়োজনে ৮ মার্চ সকালে উপজেলা মাঠে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে শোভাযাত্রা বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফার সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা ফার্তেমা নার্গীসের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অহন্না জিন্নাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিপি, জেলা পরিষদের সদস্য আসলাম হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, ওসি (তদন্ত) আনছার উদ্দিন, মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজনীন বেগম, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মদন মহন ঘোষ, কালের কণ্ঠ সাংবাদিক তারেক মাহমুদ।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।