বকশীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বকশীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে সারাদেশের যথাযোগ্য মর্যাদায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ প্রতিপাদ্য বিষয় নিয়ে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে বেলা ১১টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন এসি ল্যান্ড মাহবুবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুর রহিম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকার, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী জুলেখা বেগম, আওয়ামী লীগ নেতা আবদুল হামিদ, প্রভাষক নুরুল ইসলাম, ব্যবসায়ী আবদুল হামিদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, এনজিও প্রতিনিধি রফিকুল ইসলাম, ইউপি সদস্য আমেনা বেগম প্রমুখ।

শোভাযাত্রা ও আলোচনা সভায় কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, বিভিন্ন পেশার নারীরা উপস্থিত ছিলেন।