বকশীগঞ্জে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বকশীগঞ্জে নিত্যপণ্যের মূল্য লাগামহীন বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতা-কর্মীবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় চাল, ডাল, তেল, গ্যাস ও বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য লাগামহীন বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।

বকশীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে ৫ মার্চ বিকাল ৪টায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল সমাবেশ করা হয়।

বিক্ষোভ সমাবেশ শেষে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় পৌর বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব আইনজীবী আনিছুজ্জামান গামা, পৌর বিএনপির যুগ্মআহ্বায়ক মো. আশরাফ, যুগ্মআহ্বায়ক শহিদুল্লাহ মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর, সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু, মেরুরচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম পুলক, বকশীগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রউফ, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান, বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সভাপতি খাইরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন, সদস্য শহিদুর রহমান দুলাল, উপজেলা কৃষকদলের সদস্য সচিব ওবাইদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন।

উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা যুবদল, উপজেলা স্বেচ্ছাসেবক, ছাত্রদলসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় দলীয় নেতৃবৃন্দ নিত্যপণ্যের মূল্য দ্রুত কমাতে ও বাজার সিন্ডিকেট ভাঙতে সরকারের প্রতি আহ্বান জানান।

বিএনপির নেতারা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে আওয়ামী লীগের লোকদের ফায়দা হাসিলের তীব্র প্রতিবাদ জানান।

একই সাথে তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ সকল নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

একই সাথে জামালপুর-১ (বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের নেতৃত্বে আগামীতে বেগম খালেদা জিয়ার মুক্তিসহ জনসম্পৃক্ত আন্দোলনে সকল নেতাকর্মীকে মাঠে থাকার আহ্বান জানানো হয়।