দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫ হাজার রান ও ৪শ উইকেট সাকিবের

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ নিজের বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারে আরও একটি অর্জন যোগ করলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫ হাজার রান ও ৪শ উইকেট শিকারের নজির গড়লেন সাকিব।

২৪ জানুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে এই নজির গড়েন সাকিব।

সাকিবের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল এ ম্যাচে ৪ উইকেটে ম্যাচ হারে। মাইলফলকে পৌঁছাতে এ ম্যাচে মাত্র ১ উইকেটের প্রয়োজন ছিলো সাকিবের।

সতীর্থ ডোয়াইন ব্রাভোর সামনেই মাইলফলক স্পর্শ করে অর্জনকে স্মরনীয় করে রাখলেন সাকিব। ৫ হাজার রান ও ৪শ উইকেট শিকারের তালিকায় এতদিন ব্রাভোই ছিলেন। এবার সঙ্গী হিসেবে সাকিবকে পেলেন ব্রাভো।

ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে ৪৭ রানে ব্রাভোর হাতে ক্যাচ বানিয়ে মাইলফলক স্পর্শ করেন সাকিব। মাহমুদুল্লাহ যখন ফিরে যান, তখন স্কোর সমান করে জয়ের দ্বারপ্রান্তে ছিলো ঢাকা।

টি-টোয়েন্টি ক্রিকেটে চতুর্থ বোলার হিসেবে ৪শ উইকেট নেন সাকিব। ৩৫৩ ম্যাচে ৫৬১০ রান ও ৪শ উইকেট আছে এই তারকা অলরাউন্ডারের। ৫১৪ ম্যাচে ৬৬৭২ রান ও ৫৫৫ উইকেট ব্রাভোর।