জামালপুরে গত ২৪ ঘণ্টায় ৩৯ জনের করোনা শনাক্ত, হার ১৭.৯৭%

নিজস্ব প্রতিবেদক, জামালপুর: জামালপুরে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৩৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৯৭। তবে এসময় জেলায় করোনায় কেউ মারা যাননি।

২০ জানুয়ারি সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের ফেসবুক পাতায় পোস্ট করা করোনা–সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

জামালপুরে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৩১১ জন। মোট ৯৫ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় জেলায় ২১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়।

শনাক্ত ব্যক্তিদের জামালপুর সদর উপজেলারই ৩৮ জন; এর মধ্যে নার্সিং ইনস্টিটিউটের ২৯ জন, র‌্যাব কার্যালয়ের দুজন, কাছারীপাড়ার দুজন, পুলিশ লাইন, পাঁচরাস্তা, বজ্রাপুর, বোসপাড়া ও কালীবাড়ীর একজন করে রয়েছেন। আর একজন মেলান্দহ উপজেলার।

গত ২৪ ঘণ্টায় জামালপুর সদর উপজেলার দুজন ও মেলান্দহ উপজেলার একজন রোগী সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ১৩৯ জন।