শেরপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: শেরপুর সদর থানাধীন জঙ্গলদী গ্রামের মধ্যপাড়ায় ১৩ জানুয়ারি রাতে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১৪ এর সদস্যরা।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন- শেরপুর সদর উপজেলার ছনকান্দা মিয়াবাড়ী গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মো. খোকন মিয়া (৪৬) ও মো. ময়েন উদ্দিনের ছেলে মো. নুরান মিয়া (২৪)।

র‌্যাবের জামালপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিঃ পুলিশ সুপার মৃনাল কান্তি সাহার নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ১৩ জানুয়ারি রাত পৌনে ১১টার দিকে শেরপুর জেলার সদর থানাধীন জঙ্গলদী গ্রামের মধ্যপাড়া ফতুমুন্সির দোকানের সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ওই দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ১৫টি কথিত ইয়াবা বড়ি ও তিনটি মোবাইল উদ্ধার করা হয়। ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ৪ হাজার ৫০০ টাকা।

র‌্যাব জানায়, মো. খোকন মিয়া ওই এলাকার নবনির্বাচিত ইউপি সদস্য।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।