দেওয়ানগঞ্জে একটিতে আ.লীগ, একটিতে স্বতন্ত্র বিজয়ী, ফলাফল স্থগিত দুই ইউপির

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় চারটি ইউনিয়নের নির্বাচন ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে চুকাইবাড়ী ইউপিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এবং চর আমখাওয়া ইউপিতে স্বতন্ত্র প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। দুটি ইউপিতে একটি করে কেন্দ্র স্থগিত হওয়ায় পূর্ণাঙ্গ ফলাফল ঘোষিত হয়নি।

ঘোষিত ফলাফলে দেখা যায়, চর আমখাওয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল ইসলাম মোটরসাইকেল প্রতীকে ১১ হাজার ৭০৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ীমী লীগের প্রার্থী নজরুল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৭৫ ভোট।

ডাংধরা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী আজিজুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯৬০ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬২৪ ভোট। অবৈধ প্রভাব বিস্তারের জের ধরে ভোট চলাকালে গন্ডগোল হওয়ায় এই ইউনিয়নের চেংটিমারী কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত রয়েছে। এ কারণে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষিত হয়নি।

হাতীভাংগা ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ মোটরসাইকেল প্রতীকে ৪ হাজার ২২৪ ভোট পেয়েছেন। আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ চৌধুরী নৌকা প্রতীকে ৩ হাজার ৬১০ ভোট পেয়েছেন। অবৈধ প্রভাব বিস্তারের জের ধরে ভোট চলাকালে গন্ডগোল হওয়ায় এই ইউনিয়নের আমখাওয়া পূর্বপাড়া কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত রয়েছে। এ কারণে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষিত হয়নি।

এর আগে চুকাইবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সেলিম খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।

দেওয়ানগঞ্জের ইউএনও কামরুন্নাহার শেফা বাংলারচিঠিডটকমকে বলেন, সবার সার্বিক সহযোগিতা পেয়েছি বলেই একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পেরেছি। স্থগিত হওয়া কেন্দ্র দুটির নির্বাচন খুব শিগগির অনুষ্ঠিত হবে। সেই ভোটের ফলাফলের ভিত্তিতে ওই দুটি ইউনিয়নের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হবে।