ইসলামপুরে প্রান্তিক জনগোষ্ঠীদের সফট স্কিল প্রশিক্ষণের উদ্বোধন করলেন ধর্ম প্রতিমন্ত্রী

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলায় বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় পাঁচদিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

৫ জানুয়ারি দুপুরে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার তিন ধাপে ৯০ জন কাঁসা, কুমার, কামার শিল্পের পেশার টেকসই উন্নয়নের জন্যই পাঁচদিনব্যাপী এ সফট স্কিল প্রশিক্ষণ প্রদান করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল ও জেলা সমাজ সেবার উপ-পরিচালক রাজু আহমেদ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পৌর মেয়র আব্দুল কাদের সেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, সাবেক প্যানেল মেয়র অংকন কর্মকার প্রমুখ।

এছাড়াও উপজেলা, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিভিন্ন শ্রেণি ও পেশার প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।