করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সৌরভ গাঙ্গুলী

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। দেশটির গণমাধ্যমে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়েছে।

সৌরভের ভাই স্নেহাশিষ জানান, ‘গতরাতে উডল্যান্ড নার্সিং হোমে নেয়া হয়েছে গাঙ্গুলীকে। উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে। বর্তমানে ভালো আছেন তিনি। তার পরিবারের বাকি সদস্যরা করোনা নেগেটিভ হয়েছে।’

তবে গাঙ্গুলী করোনা আক্রান্ত হলেও তার স্ত্রী ডোনা এবং কন্যা সানার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

গত দু’দিন জ্বর ছিলো গাঙ্গুলীর। এরপর করোনা পরীক্ষায়, গাঙ্গুলীর রিপোর্ট পজিটিভ আসে। এতে ২৭ ডিসেম্বর রাতেই কোলকাতার এক হাসপাতালে ভর্তি করা হয় গাঙ্গুলীকে।

করোনা পরীক্ষায় পজিটিভ হবার পর অন্যান্য চিকিৎসকরাও গাঙ্গুলীকে হাসপাতালে ভর্তি হবার পরামর্শ দেন। করোনার দু’টি ভ্যাকসিনই নেয়া আছে ভারতের সফল অধিনায়কদের একজন গাঙ্গুলীর।

গত কিছুদিন আগে মুম্বাই সফরে গিয়েছিলেন গাঙ্গুলী। সেখান থেকে আসার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি।