বকশীগঞ্জে এইচএসসির ৫ পরীক্ষার্থী বহিষ্কার

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

২ ডিসেম্বর বকশীগঞ্জ পৌর শহরের রাহিলা কাদির স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি (বিএম ও ভোকেশনাল শাখার) ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

জানা গেছে, ২ ডিসেম্বর এইচএসসি বিএম ও ভোকেশনাল শাখার পরীক্ষা শুরু হয়। প্রথম দিনে হিসাব বিজ্ঞান পরীক্ষায় রাহিলা স্কুল অ্যান্ড কলেজের ৩ জন ও চন্দ্রাবাজ রশিদা স্কুল অ্যান্ড কলেজের ২ জন অংশগ্রহণ করেন। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরেই তারা অসদুপায় অবলম্বন করেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা ও সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাসের নজরে এলে পৃথকভাবে তারা ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করেন। একই সঙ্গে কেন্দ্রের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়েছে।