দ্রব্যমূল্য বৃদ্ধি ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সিপিবির রোডমার্চ কর্মসূচি পালন

দ্রব্যমূল্য বৃদ্ধি ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রোডমার্চ কর্মসূচি পালন করে সিপিবি। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রোডমার্চ কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জামালপুর শাখা।

১ নভেম্বর দুপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জামালপুর শাখার দুই দিনব্যাপী রোডমার্চের দ্বিতীয় দিনে সরিষাবাড়ীর বিভিন্ন স্থানে মানববন্ধন ও রোডমার্চ কর্মসূচি পালন করে তারা।

এ সময় বক্তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর দাবি ও সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলার তীব্র প্রতিবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জামালপুর শাখার সভাপতি মাজহারুল হক মুজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মারুফ আহম্মেদ মানিক, সাবেক সভাপতি আলী আক্কাস, জামালপুর যুব ইউনিয়নের সভাপতি প্রকৌশলী মাহবুব জামান জুয়েল, শিপন হৃদয়, বিরেন্দ্র চন্দ্র গোপ ও আলতাফ হোসেন প্রমুখ।