সুদানে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের ‘কঠোর নিন্দা’ যুক্তরাষ্ট্রের

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ যুক্তরাষ্ট্র ২৫ অক্টোবর জানিয়েছে, সম্প্রতি সুদানের ক্ষমতা দখল করে নেয়ায় দেশটির সামরিক বাহিনীর ‘কঠোর নিন্দা’ জানিয়েছে ওয়াশিংটন এবং তারা বেসামরিক সরকারের কাছে দ্রুত ক্ষমতা ফিরিয়ে দেওয়ার এবং আটক প্রধানমন্ত্রীকে মুক্তিদানের আহ্বান জানিয়েছে। খবর এএফপি’র।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেন বলেন, ‘যুক্তরাষ্ট্র সুদানের সামরিক বাহিনীর এমন পদক্ষেপের কঠোর নিন্দা জানাচ্ছে।’

নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরাসরি অস্ত্র ব্যবহার করছে এমন খবরের ব্যাপারে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

ব্লিনকেন বলেন, ‘আমরা বেসামরিক নেতৃত্বাধীন অন্তবর্তী সরকার এবং তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোর ইতি ঘটানোকে দৃঢ়ভাবে প্রত্যাখান করছি।’