বকশীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএনও মুন মুন জাহান লিজা। ছবি : বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস ২৫ অক্টোবর পালিত হয়েছে।

ইসলামিক রিলিফ বাংলাদেশের সহযোগিতায় এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বকশীগঞ্জ সরকারি উলফাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইসলামিক রিলিফ বাংলাদেশের সহকারী প্রকল্প কর্মকর্তা ওয়াহিদুল মোমেনের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, ইসলামিক রিলিফ বাংলাদেশের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার জাফর আলম, সহকারী প্রকল্প কর্মকর্তা নৌশিন আরা ফেরদৌসী।

হাত ধোয়া দিবস উপলক্ষে বকশীগঞ্জ সরকারি উলফাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে কলমে হাত ধোয়া শেখানো, হাত ধোয়ার কৌশল ও মানব জীবনে হাত ধোয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।