ইসলামপুরে যথাযথ মর্যাদায় শেখ রাসেল দিবস পালিত

শেখ রাসেল দিবস উপলক্ষে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ এ প্রতিপাদ্য নিয়ে প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে জামালপুরের ইসলামপুরে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে শেখ রাসেল দিবস।

১৮ অক্টোবর দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে মাল্যদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান।

অন্যদিকে সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মজিবর রহমান শাহজাহান সরকারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, সাবেক সহসভাপতি জামান আবু নাছের চৌধুরী চার্লেস, জুবায়দুর ররহমান দুলাল বিএসসি, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নূর ইসলাম নূর, ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক খলিলুর রহমান, যুবলীগ সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরু, উপজেলা ছাত্রলীগ সভাপতি নূরে আজাদ ইমরান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মিয়া, কলেজ ছাত্রলীগ সভাপতি শাওন সরকার প্রমুখ।

আলোচনা সভা শেষে শেখ রাসেলসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে কেট কাটা হয়।