বকশীগঞ্জে পূজামণ্ডপে ইউএনও’র সুরক্ষা সামগ্রী হস্তান্তর

বকশীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ইউএনও’র পক্ষে বিভিন্ন পূজামণ্ডপে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের করোনার সংক্রমণ রোধে ৯ অক্টোবর সন্ধ্যায় সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা ডা. সিদ্ধেসর সাহার হাতে ১৩টি পূজামণ্ডপের জন্য (মাস্ক, স্যানিটাইজার, সাবান) সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজার দেওয়া সুরক্ষা সামগ্রী ডা. সিদ্ধেসর সাহা ১৩টি পূজামণ্ডপে বিতরণ করবেন।

একই সাথে শারদীয় উৎসব উপলক্ষে ইউএনও সকল সনাতন ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়েছেন।