নকলায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সফট স্কিল বিষয়ক প্রশিক্ষণ

নকলায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সফট স্কিল বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ২০২০/২১ অর্থ বছরের তিনদিনব্যাপী সফট স্কিল বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ২১ সেপ্টেম্বর বিকেলে বিআরডিবি হলরুমে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ টি এম আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান প্রমুখ।

প্রশিক্ষণে নকলা উপজেলার কামার, কুমার, নাপিত, বাঁশ-বেত শিল্পের ৪৮ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।