চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে দেওয়ানগঞ্জে রেলওয়ে নিরাপত্তাবাহিনীর সচেতনতামূলক প্রচারণা

জনসচেতনতা কার্যক্রমে বক্তব্য রাখেন ইন্সপেক্টর সিরাজুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করবো না, ট্রেনের ছাদে, ইঞ্জিনে কিংবা বাফারে ভ্রমণ করবো না’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) আয়োজনে রেল চলাচল বাধা প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচার প্রচারণা, লিফলেট বিতরণ ও শোভাযাত্রা করা হয়েছে।

২২ সেপ্টেম্বর সকালে দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন, বেলতুলি রেলগেইট এলাকায় এ প্রচার প্রচারণা চালানো হয়।

রেল চলাচলে বাধা প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন ইন্সপেক্টর সিরাজুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

প্রচারণা কার্যক্রমে নেতৃত্ব দেন আরএনবি দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনের ইন্সপেক্টর সিরাজুল ইসলাম। এসময় তিনি বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ট্রেনের ছাদে, ইঞ্জিনে কিংবা বাফারে অবৈধ্যভাবে ভ্রমণ দন্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধ করলে জেল, জরিমানা হয়। রেলওয়ের যাত্রীদের, এলাকার অধিকতর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে আরএনবিকে সহায়তা করার জন্য সকলকে আহ্বান জানান তিনি।

রেলওয়ে নিরাপত্তাবাহিনীর জনসচেতনতামূলক প্রচারণায় শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন। ছবি : বাংলারচিঠিডটকম

এসময় পৌর কাউন্সিলর মাসুদ রানা, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম এলান, ফটো সাংবাদিক মিল্লাত মিয়াসহ শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবীরা অনুষ্ঠানে যোগ দেন।