প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শনে জেলা প্রশাসক মুর্শেদা জামান

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন করেন জেলা প্রশাসক মুর্শেদা জামান। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নাকাটি গ্রামে মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পরিদর্শনে যান জেলা প্রশাসক মুর্শেদা জামান। ১৩ সেপ্টেম্বর দুুপুরে তিনি ঘরগুলো পরিদর্শন করেন।

এ সময় তার সাথে ছিলেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরান, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, কেন্দুয়া ইউপি চেয়ারম্যান শেখ মাহবুবুর রহমান মঞ্জু, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।

এ সময় ঘরে বসবাসরত বাসিন্দারা জেলা প্রশাসককে বিদ্যুৎ এবং পানির জন্য আবেদন জানালে জেলা প্রশাসক মুর্শেদা জামান ঘরে বসবাসরত ব্যক্তিদের সমস্যা শুনে দ্রুত সমাধানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন। ঘর পরিদর্শনের আগে জেলা প্রশাসক মুর্শেদা জামান কেন্দুয়া ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিসও পরিদর্শন করেন।