পাচারকালে শ্রীবরদীতে জনতার হাতে মাধ্যমিকের ১৭ বস্তা বই আটক

পুলিশ বইগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের শ্রীবরদী উপজেলায় মাধ্যমিকের ১৭ বস্তা বই পাচারকালে আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বইগুলো উদ্ধার করে। ৮ সেপ্টেম্বর রাত এগারোটার দিকে উপজেলার ঘোনাপাড়া নয়াবাজার এলাকা থেকে ওইসব বই উদ্ধার হয়। এসময় একটি ইজিবাইক ও তার চালক রুবেল মিয়াকে আটক করা হয়।

আটক রুবেল পার্শ্ববর্তী উপজেলা ঝিনাইগাতীর লইখা গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

তবে ৯ সেপ্টেম্বর সকাল পর্যন্ত উদ্ধারকৃত ওইসব বইয়ের মোট সংখ্যা জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ৮ সেপ্টেম্বর রাত এগারোটার দিকে ঘোনাপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৭ বস্তা বই একটি ইজিবাইকে নিয়ে যাওয়ার সময় আটক করে স্থানীয় জনতা। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওইসব বই উদ্ধার করে একটি পিকআপ ভ্যানে করে থানায় নিয়ে যায়। এ সময় ইজিবাইক চালক রুবেলকে আটক করা হয়।

উদ্ধার হওয়া বইগুলো ২০২০-২১ শিক্ষাবর্ষের মাধ্যমিক শাখার। যা ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের পাঠ্য বই।

শ্রীবরদী থানা পুলিশের ওসি তদন্ত আবুল হাশেম জানান, বইয়ের তালিকা করে পরবর্তীতে এর সংখ্যা বলা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।