ইসলামপুরে বন্যার পানি কমছে দুর্ভোগ বাড়ছে

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মুর্শেদা জামান। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে গত ২৪ ঘন্টায় ৩২ সেন্টিমিটার কমে বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমলেও বানভাসীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।

উপজেলায় পানিবন্দি ও ৩টি আশ্রয়ণ কেন্দ্রে আশ্রিত মানুষগুলোরসহ বন্যা কবলিত পানিবন্দি মানুষের মাঝে দেখা দিয়েছে খাদ্য, বিশুদ্ধ পানি, শিশু খাদ্য ও গো-খাদ্যের চরম সংকট। বন্যা দুর্গত এলাকায় পানিবন্দি মানুষ মানবেতর জীবন যাপন করছে।

অন্যদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন জামালপুর জেলা প্রশাসক মুর্শেদা জামান।

৫ সেপ্টেম্বর ইসলামপুর বেলগাছা ইউনিয়নের মিয়াপাড়া বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণসামগ্রী প্যাকেট তুলে দেন তিনি। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, জামালপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নায়েব আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মোর্শেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, চেয়ারম্যান আব্দুল মালেক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহানশাহ মিয়াসহ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।