মুক্তিযোদ্ধা পরিবার-ইউএনও ভুল বোঝাবুঝির অবসান

দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা পরিবার-ইউএনও’র মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের বীর নিবাস প্রকল্পে ঘর বরাদ্দ নিয়ে স্থানীয় প্রশাসনের সাথে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।

৩০ আগস্ট সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উভয় পক্ষের একবৈঠকে ঘর বরাদ্দ না পাওয়ার শঙ্কায় ঝাড়ুমিছিল করা ঠিক হয়নি বলে স্বীকার করেছেন প্রয়াত মুক্তিযোদ্ধা সাজু শেখের পরিবারের সদস্যরা। ইউএনও এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ তাদের কাছে অর্থ দাবি ও লাথি মারেন নাই বলেও বৈঠকে তারা জানান।

দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা পরিবার-ইউএনও’র মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. তারিকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রশিদ খরুম, আব্দুল কাদের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, স্থানীয় এমপির প্রতিনিধি মোস্তাকিম বিল্লাহ শিপন, দেওয়ানগঞ্জ থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।