গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে সাপধরী ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা-মিলাদ

সাপধরী ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুুরের ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ২১ আগস্ট নৃশংস গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট দুপুরে যমুনার দুর্গম চরাঞ্চল সাপধরী উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাপধরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তমছের আলী মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন বিএসসি, সাপধরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোগল উদ্দিন, আব্দুস সামাদ মাস্টার, উদীয়মান যুবনেতা সবুজ মন্ডল, মাদু প্রাং, কাশেম মন্ডল, জালেপ উদ্দিন মন্ডল, নুরুল ইসলাম শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সাপধরী ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

এ সময় বক্তারা নৃশংস গ্রেনেড হামলার ঘাতকদের দ্রুত বিচারের দাবি জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদদেরসহ গ্রেনেড হামলায় শহীদদের জন্য এবং আধুনিক ইসলামপুরের উন্নয়নের রূপকার ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।