র‌্যাবের অভিযানে ১৯ বোতল বিদেশী মদসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের শ্রীবরদী উপজেলা থেকে ১৯ বোতল বিদেশী মদসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। উপজেলার মালাকোচা গ্রামে ১৯ আগস্ট রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে র‌্যাবের একটি দল।

গ্রেপ্তার দুজন হলেন- শেরপুরের শ্রীবরদী উপজেলার বালিজুরি গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে মো. তারা মিয়া (২৫) ও মো. মোস্তফার ছেলে মো. মনির (২১)।

র‌্যাবের জামালপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার উপস্থিতিতে র‌্যাবের একটি আভিযানিক দল ১৯ আগস্ট রাত সাড়ে আটটার দিকে শেরপুর জেলার শ্রীবরদী থানাধীন মালাকোচা গ্রামস্থ মালাকোচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী তারা মিয়া ও মনিরকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ১৯ বোতল বিদেশী মদ ও দুটি মোবাইল উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, মাদক ব্যবসায়ী দুজনের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।