জামালপুর পৌরসভায় ৭৪টি সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপন

পৌরসভার ৭৪টি স্থানে সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপনের উদ্বোধন করেন মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট, পরিবেশ-বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রাণালয়ের অর্থায়নে গ্রীনহাউজ গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যে জামালপুর পৌরসভার ৭৪টি স্থানে সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপনের উদ্বোধন করা হয়েছে।

৮ আগস্ট বিকেলে শহরের ফৌজদারী মোড় এলাকায় সড়কবাতি স্থাপনের উদ্বোধন করেন জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্পটির ঠিকাদারী প্রতিষ্ঠানের পরিচালক রাইসুল হাসান শোয়েব, মহাব্যবস্থাপক কেএম গোলাম মাওলা, উর্ধ্বতন ব্যবস্থাপক সুলতান মাহমুদ, জামালপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুব্রত তরফদার, কাউন্সিলর বিজু আহাম্মেদ প্রমুখ।

জানা যায়, সানটেক এনার্জি লিমিটেড ৩২০ কার্যদিবসের মধ্যে জামালপুর পৌরসভায় ৭৪টি সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপন করবে। প্রকল্পটির প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে ৯৮ লক্ষ ৭৫ হাজার ৩০০ টাকা।