২৪ বোতল মদসহ একজন গ্রেপ্তার

ঝিনাইগাতীতে বিদেশি মদসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তামাগাঁও থেকে ২৪ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‌্যাবের একটি দল। এ সময় মো. মুরাদ (২৩) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একই উপজেলার প্রতাব নগরের মো. আজাহার আলীর ছেলে। ওই তরুণ পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানায় র‌্যাব।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প সূত্র জানায়, মাদক ব্যবসায়ীর অবস্থান আগেই জানতে পেরে ১৯ জুলাই রাত পৌনে দশটার দিকে র‌্যাবের একটি আভিযানিক দল শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তামাগাঁও মহিলা আদর্শ ডিগ্রি কলেজের সামনে অভিযান চালায়। সেখানে রাস্তা থেকে মাদক ব্যবসায়ী মো. মুরাদকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। তার দেহ তল্লাশি করে একটি মোবাইল উদ্ধার করে র‌্যাব।

উদ্ধার ২৪ বোতল বিদেশি মদ। ছবি : বাংলারচিঠিডটকম

র‌্যাব জানায়, মুরাদ দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার বিভিন্ন স্থানে মাদক বেচাকেনা করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।