বকশীগঞ্জে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম স্নিগ্ধা দাস। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনার সংক্রমণ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন।

৫ জুলাই সচেতনতা বৃদ্ধি করা, স্বাস্থ্যবিধি নিশ্চিত করা, মাস্ক ব্যবহার করা, অযথা বাজারে ঘুরাঘুরি না করা, দোকানপাট খুলে রাখা, শহরে জনসমাগম ঠেকাতে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম স্নিগ্ধা দাস ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে দেন। এসময় বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতে ১৫টি মামলায় ৬ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।