বকশীগঞ্জে দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দেশের স্বনামধন্য জাতীয় দৈনিক যায়যায়দিনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

১৫তম বর্ষ থেকে ১৬ বছরে পদার্পণ উপলক্ষে ৩০ জুন দুপুর একটায় বকশীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

কেককাটা ও আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা, সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ হোসনা, সিনিয়র সহভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিনের বকশীগঞ্জ প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু, সহসভাপতি রাজ্জাক মাহমুদ, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম, সাংবাদিক এসএম আশরাফুল আজম, সাংবাদিক নুরুজ্জামান খান, সাংবাদিক শামীম তালুকদার, ফিরোজ আল মুজাহিদ, সাংবাদিক মনিরুজ্জামান লিমন মিয়া, সাংবাদিক মাহমুদুল হাসান সুমন, সাংবাদিক রব্বানী রহমান ও সরকার আকতার হোসেন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক যায়যায়দিন ১৬ বছর ধরে পাঠকদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হয়েছে। সত্য প্রকাশে দৈনিক যায়যায়দিন সব সময় অগ্রভাগে কাজ করেছেন। ভবিষ্যতেও দৈনিক যায়যায়দিন গণমানুষের ও জনগণের মুখপাত্র হয়ে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন তারা।