ইসলামপুরে পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘সোনালী আশেঁর সোনার দেশ, মুজিববর্ষে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যের আলোকে ইসলামপুরে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ এবং স¤প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় নির্বাচিত পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন ইসলামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি’র হিসাবে অনলাইনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছিলেন পাট অধিদপ্তরের মহাপরিচালক এনায়েত উল্লাহ খান ইউসুফজি।

পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুরের বীজ প্রত্যায়ন কর্মকর্তা সাইফুল আজম খান, পাট উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ইসলামপুরের উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আজাদুল হক প্রমুখ।

এতে ১০০ জন কৃষককে প্রশিক্ষণ শেষে সম্মানী ভাতাসহ একটি করে পাটের তৈরি ব্যাগ দেওয়া হয়।