বিশ্ব পরিবেশ দিবসে ইসলামপুরে উন্নয়ন সংঘের বৃক্ষরোপণ অভিযান

বিশ্ব পরিবেশ দিবসে পাথর্শী ইউনিয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

বিশ্ব পরিবেশ দিবসে উন্নয়ন সংঘ এনএসভিসি প্রকল্পের আওতায় ৫ জুন জামালপুরের ইসলামপুর উপজেলায় বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হয়। এছাড়া পাথর্শী ইউনিয়নে আয়োজন করা আলোচনা সভা।

সভায় সভাপতিত্ব করেন পাথর্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আলম বাবুল। এতে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য জোসনা বেগম, ওয়ার্ড সদস্য ওয়ারেছ, পুষ্টি বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা প্রমুখ।

সড়কের দুই পাশে গাছ লাগানো হয়।ছবি : বাংলারচিঠিডটকম

বৃক্ষরোপণ অভিযানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, উৎপাদক দলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উন্নয়ন সংঘে এনএসভিসি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেন্ডার ও দুর্যোগ বিষয়ক কর্মকর্তা মনোয়ারা বেগম।

আলোচনা সভা শেষে সড়কের দুই পাশে শতাধিক ফলদ, ভেষজ এবং কাঠ জাতীয় গাছ লাগানো হয়।

আয়োজক সংস্থা জানায়, পরিবেশের ভারসাম্য রক্ষায় উন্নয়ন সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান অব্যাহত থাকবে।