গরীবের সাহায্য আত্মসাৎকারী ভিক্ষুকের চেয়ে খারাপ : মির্জা আজম

মাদারগঞ্জ উপজেলা পরিষদের সমন্বয়সভায় বক্তব্য রাখেন মির্জা আজম এমপি। ছবি : বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

গরীবের সাহায্য আত্মসাৎকারী ভিক্ষুকের চেয়ে খারাপ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। তিনি ১১ মে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদের সমন্বয়সভায় এই কথা বলেন।

তিনি আরও বলেন, আগে বিভিন্ন দুর্যোগে মাসের পর মাস ধর্ণা দিয়েও ত্রাণ নিয়ে আসতে পারিনি। আজকের এই দিনে জননেত্রী শেখ হাসিনা মাদারগঞ্জের জন্য ৬০ হাজার মানুষের জন্য ত্রাণ পাঠিয়েছেন। এই করোনাকালে জননেত্রীর ব্যাপক সাহসিকতায় বাংলাদেশের মানুষের মনে যে সাহস সঞ্চয় করেছেন। তার অবদানে আজ কেউ না খেয়ে থাকবেনা। তবে তালিকা প্রণোয়ন ও ত্রাণ নিয়ে কোন দুর্নীতি চলবেনা।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলালের সভাপতিত্বে জরুরী সমন্বয় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল মনসুর, মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, চেয়ারম্যান জয়নাল আবেদিন আয়না, মোজাম্মেল হক, মোজাম্মেল হোসেন বাচ্চু প্রমুখ।