শরিফপুরে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরণ শুরু

শরিফপুরে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অসহায়দের মাঝে নগদ ৫০০ টাকা করে নগদ অর্থ বিতরণ শুরু হয়েছে।

৮ মে সকালে শরিফপুর ইউনিয়ন পরিষদে জিআর এর আওতায় ৫০০ জন হতদরিদ্রদের মাঝে প্রতিজনকে নগদ ৫০০ টাকা করে প্রদান করা হয়। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

জানা গেছে, করোনার সময়কে সামনে রেখে ভিজিএফ এর আওতায় ৩ হাজারের অধিক উপকারভোগীর মাঝে ৪৫০ টাকা করে সহায়তা প্রদান করা হবে।

শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম আলমের সভাপতিত্বে আয়োজিত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান প্রমুখ।