মেলান্দহে কেন্দ্রীয় কৃষকলীগ কর্তৃক প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান। ছবি : বাংলারচিঠিডটকম

মো. মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ কৃষকলীগ কর্তৃক ৬ মে সকালে জামালপুরের মেলান্দহ উপজেলায় আদ্রা ইউনিয়নে গুজামানিকা গ্রামে প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনার ঈদ উপহার’ বিতরণ করা হয়েছে। ১৯৯৫ সালে বিএনপি সরকারের আমলে সার নিতে গিয়ে পুলিশের গুলিতে নিহত কৃষক শহীদ কবিরের বাড়িতে এই ঈদ উপহার বিতরণ করা হয়। উপহার বিতরণের আগে শহীদ কবিরের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষকলীগের সভাপতি আশরাফুজ্জামান তারা ও অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি কৃষিবীদ সুমীর চন্দ্র, যুগ সম্পাদক বিশ্বনাথ সরকার, আসাদুজ্জামান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক শাকিরুজ্জামান, জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মুখলেছুর রহমান জিন্নাহ, সাধারণ সম্পাদক হুরমুজ আলী হিরু।

আরোও বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান মোহাম্মাদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুল করিম ফরহাদ, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, হাজরাবাড়ী পৌর আওয়ামী লীগের আহ্বায়ক সামছুজ্জামান সুরুজ, ফুলকোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিনুল ইসলাম বাবু, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক লুৎফর রহমান সোহাগ, হাজরাবাড়ী পৌর কৃষকলীগের আহ্বায়ক ওয়াজেদ আলী প্রমুখ।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন মেলান্দহ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সামিউল ইসলাম বিএসসি।