মুমিনুলের সেঞ্চুরি, শান্তর ১৫০

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ পঞ্চাশ থেকে একশ, এরপর দেড়শ রানের অপরাজিত ইনিংস। এই লম্বা ইনিংস খেলার পথে একবারের জন্যও অশান্ত হতে দেখা যায় শান্তকে।

শান্তর ইনিংস লম্বা করার সঙ্গে সংগ্রহটা বড় হচ্ছে বাংলাদেশেরও। সঙ্গে মুমিনুল হকও তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১১তম শতক।

পাল্লেকেলেতে সিরিজের প্রথম ম্যাচে এখনও পর্যন্ত এগিয়ে বাংলাদেশ। গতকাল প্রথম দিনে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ।

দিনের দ্বিতীয় ওভারে সাইফ হাসানের (০) উইকেট হারালেও শাতকে সঙ্গে নিয়ে ধাক্কা সামলান ওপেনার তামিম ইকবাল। দুজনে জুটি থেকে আসে ১৪৪ রান।

জুটি ভাঙে তামিমের ৯০ রানে ফেরার মধ্য দিয়ে। বিশ ফার্নান্দোর বলে স্লিপে ক্যাচ দেন এই বাঁহাতি ওপেনার।

তবে মুমিনুল হককে সঙ্গে নিয়ে শান্ত পূর্ণ করেন ক্যারিয়ারের প্রথম শতকের ইনিংস। বাংলাদেশের ৩০২ রানে দিন শেষের আগে মুমিনুলও তুলে নেন অর্ধশত।

১২৬ রানে দিন শেষ করা শান্ত দ্বিতীয় দিনের প্রথম সেশনেই পূর্ণ করেছেন দেড়শ রান। মুমিনুল অপরাজিত আছেন ১০৩ রানে। দেশের বাইরে এটিই মুমিনুলের প্রথম শতরানের ইনিংস। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৭৮ রান।