ইসলামপুরে নির্দেশনা না মানায় বিভিন্ন দোকানে জরিমানা

ইউএনও এস. এম. মাজহারুল ইসলাম ইসলামপুর পৌর শহরের বিভিন্ন দোকানে অভিযান চালান। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

মহামারি করোনাভাইরাস রোধে সর্বাত্মক লকডাউন কার্যকর করতে জামালপুরের ইসলামপুর উপজেলা প্রশাসনের অভিযান চলমান রয়েছে।

২১ এপ্রিল দিনব্যাপী জনসচেতনতা বৃদ্ধিতে ও মাস্ক ব্যবহার শতভাগ নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মাজহারুল ইসলাম পৌর শহরের বিভিন্ন দোকানে অভিযান চালান। এ সময় দোকানে লুকিয়ে পণ্য বিক্রি করার সময় মাস্ক ছাড়া ও সরকারি নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে ২টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ইউএনও এস. এম. মাজহারুল ইসলাম ইসলামপুর পৌর শহরের বিভিন্ন দোকানে অভিযান চালান। ছবি : বাংলারচিঠিডটকম

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মাজহারুল ইসলাম জানান, বিভিন্ন জায়গায় জনসচেতনতা বৃদ্ধিতে আমাদের অভিযান চলমান রয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকার ঘোষিত ‘লকডাউন’ বাস্তবায়নে জনসাধারণকে সচেতন হওয়া সহ সকলের সহযোগিতা কামনা করেন।