বকশীগঞ্জে পবিত্র রমজান উপলক্ষে হতদরিদ্রদের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর খাদ্য সামগ্রী বিতরণ

হতদরিদ্রদের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামাালপুরের বকশীগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে স্থানীয় হতদরিদ্র পরিবারের মাঝে ১১ এপ্রিল সকাল ১০ টায় বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

ইসলামিক রিলিফ বাংলাদেশ এর উদ্যোগে সাধুরপাড়া ইউনিয়নের ২০০ পরিবারের মাঝে এসব খাদ্য বিতরণ করা হয়।

প্রতিটি পরিবারকে খাদ্য প্যাকেজের আওতায় ১৮.৫০ কেজি চাল, ২ কেজি ডাল, ৩ কেজি ছোলা, ২ লিটার সয়াবিন তেল ও ৩ কেজি চিনি বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা প্রধান অতিথি থেকে সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী বাজার এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন ।

এসময় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, ইসলামিক রিলিফ বাংলাদেশ এর বকশীগঞ্জ মাঠ কার্যালয়ের সহকারী প্রকল্প কর্মকর্তা মো.ওয়াহিদুল মোমেন, সহকারী প্রকল্প কর্মকর্তা (টেকনিক্যাল) লামিয়া সুলতানা ইফা, ইউপি সদস্য নুরু মিয়া, রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সহকারী প্রকল্প কর্মকর্তা মো.ওয়াহিদুল মোমেন জানান, এই প্যাকেজের আওতায় সাধুরপাড়া, মেরুরচর ও বগারচর ইউনিয়নের ৬০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হবে।