র‌্যাবের জামালপুর ক্যাম্পের অভিযানে ৩২০০টি ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী।

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার কর্তিমারী বাজার এলাকার ৪ এপ্রিল সন্ধ্যায় অভিযান চালিয়ে ৩ হাজার ২০০টি ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের সদস্যরা।

মাদক ব্যবসায়ী দুজন হলেন কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার খেতারচর গ্রামের মো. রফিয়াল হকের ছেলে মো. শাহীন আলম (২৪) ও বেহুলাচর গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে মো. সোহাগ (২০)।

উদ্ধার ইয়াবা, মোবাইল ও নগদ টাকা।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ৪ এপ্রিল সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে অভিযান চালিয়ে কুড়িগ্রাম জেলার রৌমারি থানাধীন কর্তিমারী বাজারস্থ উত্তর পাশের জনৈক মো. ফারুক মন্ডলের ‘মা’ স মিলের পূর্ব পার্শ্বে রাস্তা থেকে দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

তাদের কাছ থেকে ৩ হাজার ২০০টি কথিত ইয়াবা বড়ি, তিনটি মোবাইল সেট ও ইয়াবা বিক্রয়ের নগদ ৪ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ৯ লাখ ৬০ হাজার টাকা।

আসাসিদের বিরুদ্ধে কুড়িগ্রাম জেলার রৌমারি থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।