ইসলামপুরে ৬০ জন সুফলভোগী পেলেন আদাবীজ

সুফলভোগীগের আদাবীজ বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাভুক্ত দারিদ্র বিমোচনের লক্ষ্যে সমৃদ্ধ উচ্চমূল্যের অপ্রধান শস্য ও বাজারজাতকরণ কর্মসূচীর আওতায় আদাবীজ বিতরণ করা হয়েছে। জামালপুরের ইসলামপুর ইউসিসি লিমিটেড বিআরডিবি আয়োজনে ২৮ মার্চ ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে উন্নয়ন মেলার স্টলে ৬০ জন সুফলভোগীদের মাঝে ৫ কেজি করে আদাবীজ বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল উপকারভোগীদের মাঝে বীজ তুলে দেন।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মাণে কৃষক, বৃত্তিহীন মহিলাদের গ্রামীণ নেতৃত্বে বিকাশ সাধনসহ নারীর ক্ষমতায়নে সারা দেশে একযোগে কাজ করে যাচ্ছে।