বকশীগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সভাকক্ষে ২৫ মার্চ দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল, নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, ব্যবসায়ী আবদুল হামিদ প্রমুখ।

আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সুধীজন ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।