দৈনিক জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খানের ইন্তেকাল

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বহুল প্রচারিত ও পাঠক প্রিয় পত্রিকা দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র পরিচালনা বোর্ডের সদস্য মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)।

২২ মার্চ ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর এভাকেয়ার হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তাঁর বয়েস হয়েছিল ৭১ বছর।

জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি দেবাশীষ চক্রবর্তী উত্তম জাতীয় বার্তা সংস্থা বাসস’কে এ কথা জানিয়েছেন।

উত্তম জানান, মাসুদ দীর্ঘ দিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন।। তিনি স্ত্রী, দুই ছেলে ও নাতি-নাতনি রেখে গেছেন।

বাসস’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাসস’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

১৯৯৩ সালে আতিকউল্লাহ খান মাসুদের মালিকানায় দৈনিক জনকন্ঠ পত্রিকা প্রকাশিত হয়। তিনি পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক।