জামালপুরে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন

জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। ছবি : শফিকুল ইসলাম শফিক

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ দুপুরে শ্রীশ্রী রীঁ দয়াময়ী মন্দির প্রাঙ্গণে দ্বি-বার্ষিক সম্মেলন আয়োজন করেন কর্তৃপক্ষ।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার সোম কানু’র সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন।

দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মিলন কান্তি দত্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির বিভাগীয় যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল, কোষাধ্যক্ষ বাবুল দেবনাথ, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার পাল দীপু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী রতন কুমার দত্ত, জেলা পরিষদের সদস্য নাঈম রহমান প্রমুখ।

বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন। ছবি : শফিকুল ইসলাম শফিক

অন্যান্যের মধ্যে রাধা মোহন জিউ মন্দীরের ভারপ্রাপ্ত সভাপতি দেবব্রত নাগ মধু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখার সহ-সভাপতি সুবাস চন্দ্র সাহা, পরিতোষ কুমার পন্ডিত, সাংগঠনিক সম্পাদক আইনজীবী বিপ্লব দে বাচ্চু, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, ৫ নম্বর কাউন্সিলর রাজীব সিংহ সাহা, দুর্গাবাড়ি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাবু গোয়ালা, পালপাড়া রাধা গোবিন্দ সেবাশ্রমের সভাপতি হেমেন্দ্র চন্দ্র সিং, সাধারণ সম্পাদক কৃষ্ণকমল পাল, আমলাপাড়া শিব মন্দিরের সভাপতি সমীল দত্ত, পালপাড়া কালি মন্দিরের সভাপতি বিজয় দাস, সাধারণ সম্পাদক স্বজল দে, পালপাড়া সেবায়েত ইসকন মন্দিরের অরুন কৃষ্ণ দাস, জামালপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল চন্দ্র গৌড়, পৌর শাখার সাধারণ সম্পাদক সুরেন্দ্র চন্দ্র দাস, সরিষাবাড়ী উপজেলার সভাপতি নিখিল চন্দ্র পাল, মাদারগঞ্জ উপজেলার সভাপতি জীবন সাহা, সাধারণ সম্পাদক অরুন সাহা, মেলান্দহ উপজেলার সভাপতি ধ্রুপ জ্যোতি ঘোষ, সাধারণ সম্পাদক সুবোধ অধিকারী, ইসলামপুর উপজেলার সাধারণ সম্পাদক হিমাশু দত্ত গৌড়, দেওয়ানগঞ্জ উপজেলার সভাপতি জীতেন্দ্র মোহন চন্দ্র, সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, বকশীগঞ্জ উপজেলার সভাপতি রমেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক চিকিৎসক সিদ্বেশ্বর সাহাসহ জেলার বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা, সংগঠনের পতাকা ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে অতিথিবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।