জামালপুরে অপরাজেয়’র নবনির্মিত আশ্রয় কেন্দ্রের উদ্বোধন

ফিতা কেটে উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। ছবি : বাংলারচিঠিডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর অপরাজেয় বাংলাদেশ নিরাপদ স্নেহা আশ্রয় কেন্দ্রের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

১৯ ফেব্রুয়ারি দুপুরে পৌর এলাকার দাপুনিয়া (জামালপুর-শেরপুর বাইপাস) নবনির্মিত ভবনের ফিতা কেটে উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু ও হাসিল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রকৌশলী নূরুল ইসলাম।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ জামালপুর জেলা শাখার আহ্বায়ক ও স্বাস্থ্য বিভাগের পরিচালক চিকিৎসক মো. মোশায়ের উল ইসলাম ও জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা।

অনু্ষ্ঠান সঞ্চালনা করেন অপরাজেয় বাংলাদেশ জামালপুরের কেন্দ্র ব্যবস্থাপক মো. আশরাফুল ইসলাম।