বকশীগঞ্জে জাতীয় গণগ্রন্থাগার দিবস উদযাপিত

জাতীয় গণগ্রন্থাগার দিবসের আলোচনা সভায় অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ‘মুজিব বর্ষের অঙ্গীকার, ঘরে ঘরে গ্রন্থাগার’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় গণগ্রন্থাগার দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বকশীগঞ্জ সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে ৫ ফেব্রুয়ারি বিকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী লাইব্রেরিয়ান মাহমুদা বেগম।

এ সময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ সরকারি ভোকেশনাল ইনস্টিটিউট এর সুপার সোহরাব হোসেন, সাবেক সহকারী অধ্যাপক ও বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম ফাতিউল হাফিজ বাবু প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথিদের মাঝে বই বিতরণ, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিরতণ করা হয়। একই সাথে বীরমুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত আসন ও শিশু কর্নার উদ্বোধন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিকার মনিরুজ্জামান মনির।