সরিষাবাড়ীতে জানাযা নামাজে স্বতন্ত্র মেয়র প্রার্থীর ওপর হামলা

আহত স্বতন্ত্র মেয়র প্রার্থী ফজলুল হক খানকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময়। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিএনপির স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী (নারিকেল গাছ প্রতীক) ফজলুল হক খানের ওপর নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মনির উদ্দিনের সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে। ২৫ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে কামরাবাদ ঝিনাই ফিলিং স্টেশন এলাকায় আব্দুল কদ্দুছের জানাযা নামাজের সময় এ ঘটনা ঘটেছে। আহত ফজলুল হক খানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে সরিষাবাড়ী পৌর নির্বাচনে বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী ফজলুল হক খান সকাল সাড়ে ১০টায় তার নিজ বাড়ি থেকে বের হয়ে কামরাবাদ পশ্চিম পাড়া কাচপুর মালেক জুট মিলের সাবেক ব্যবস্থাপক মরহুম আব্দুস কদ্দুছের নামাজে জানাযায় অংশগ্রহণের জন্য রওনা হন। মৃত ব্যক্তির বাড়ির পাশে ঝিনাই ফিলিং স্টেশন এলাকায় পৌছলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী (নৌকা প্রতীক) মনির উদ্দিনের ভাতিজা গুদু মিয়াসহ ২০-২৫ জন সমর্থক পিছন থেকে অতর্কিত ফজলুল হক খানের ওপর হামলা করে। এ সময় জানাযায় অংশগ্রহণকারী মুছুল্লীরা দৌঁড়ে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে আহত স্বতন্ত্র মেয়র প্রার্থী ফজলুল হক খানের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, ২৫ জানুয়ারি সকালে বাড়ি থেকে বের হয়ে কামরাবাদ ঝিনাই ফিলিং স্টেশন সংলগ্ন আবদুল কদ্দুস মিয়ার জানাযা নামাজে যাই। জানাযায় দাঁড়ালে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মনির উদ্দিনের ভাতিজা গুদুসহ ২০-২৫ জন আমার ওপর হামলা করে। হামলায় মাথা ও চোখ রক্তাক্ত করে দিয়েছে। ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছি । থানা পুলিশকে জানানো হয়েছে।

এ বিষয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মনির উদ্দিনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি এ বিষয়ে কিছুই জানি না । তা ছাড়া আমাকে হেয় প্রতিপন্ন করার জন্যই কে বা কারা ঘটনাটি সাজিয়েছে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি আবু মো. ফজলুল করীম বলেন, স্বতন্ত্র মেয়র প্রার্থীকে মারধরের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মারধরের সাথে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।