ইসলামপুরে কেন্দ্রীয় শহীদ মিনার চায় ব্যাচ-৯৭

কেন্দ্রীয় শহীদ মিনারের দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনারের দাবিতে মানববন্ধন করেছে ইসলামপুরের এসএসসি ৯৭ ব্যাচ। ১১ জানুয়ারি সকালে থানা মোড়ে বটতলা চত্বরে মানববন্ধনের আয়োজন করা হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে আমজাদ সুজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, রোজিনা আক্তার চায়না, গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী, শহর যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামান লাজু, সংগঠনের সাধারণ সম্পাদক শাহ আলম, সহসভাপতি লুৎফর কবীর রুবেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এনামুর রকিব, ডিআই বাবুল, শাহজাহান কবির রুকন, জুলহাস মিয়া, নাজমুল হাসান নাহিদ প্রমুখ।

কেন্দ্রীয় শহীদ মিনারের দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

বক্তারা বলেন, ইসলামপুরে জাতীয় শহীদ মিনারের আদলে কেন্দ্রীয় কোন শহিদ মিনার নেই। যা একসময় জনতা মাঠে ছিল। এখনকার শিশুকিশোররা বাঙালি জাতীয় সংস্কৃতির অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনটি সম্পর্কে জানতে পারেনা। আমরা জাতীয় শহীদ মিনারের মূল নকশার আদলে ইসলামপুরে একটি দৃষ্টিনন্দন কেন্দ্রীয় শহিদ মিনারের দাবি জানাই।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি পেশ করেন সংগঠনের নেতৃবৃন্দরা।