বকশীগঞ্জে এফিডেভিটের মাধ্যমে বয়স বাড়িয়ে বাল্যবিবাহের প্রস্তুতি নেওয়ায় যুবককে জরিমানা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এফিডেভিটের মাধ্যমে বয়স ঘোষণা করে এক স্কুল ছাত্রীকে বাল্যবিবাহের প্রস্তুতি নেওয়ায় খায়রুল ইসলাম মিলন (২২) নামে যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১৫ ডিসেম্বর রাত সাড়ে ৮ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মুন মুন জাহান লিজা ওই যুবককে জরিমানা করেন।

জানা গেছে, নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর বাঁশকান্দা গ্রামের আবদুল মতিনের মেয়ে স্থানীয় জানকিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী তানিয়া আক্তারের (১৪) সঙ্গে পৌর এলাকার নয়াপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে খায়রুল ইসলাম মিলনের বিয়ে ঠিক করা হয়। তবে ওই ছাত্রীর বিয়ের বয়স ১৮ বছর না হওয়ায় গত ৬ ডিসেম্বর জামালপুর নোটারী পাবলিক কার্যালয়ে বয়স এফিডেভিট করা হয়। খায়রুল ইসলাম মিলন এফিডেভিটের মাধ্যমে বয়স বাড়ানোর কাজে সার্বিক সহযোগিতা করেন।

এফিডেভিটের পর ১৫ ডিসেম্বর সন্ধ্যায় খায়রুল ইসলাম মিলন ওই স্কুল ছাত্রীকে বাল্যবিবাহের প্রস্তুতি নিলে সেই খবর পেয়ে ইউএনও মুন মুন জাহান লিজা ওই যুবককে তার কার্যালয়ে নিয়ে আসেন। পরে বাল্যবিবাহের চেষ্টা করার ঘটনায় তাকে ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা করেন ইউএনও মুন মুন জাহান লিজা।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, উপজেলা পিআইও হাসান মাহবুব খান, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সুুপারভাইজার সুশান্ত কুমার চক্রবর্তী উপস্থিত ছিলেন।